Friday, April 1, 2011

পাসপোর্ট, ম্যানুয়াল নাকি ডিজিটাল!

এক বছর আগের কথা, আমেরিকান দূতাবাস এ ১২ই এপ্রিল, ২০১০ দেখা করতে হবে। পাসপোর্ট করতে হচ্ছে তারাতারি। পাসপোর্ট অফিস এ গিয়ে দেখি সরকার এম.আর.পি (মেশিন রীডেবল পাসপোর্ট) নামক ডিজিটাল পাসপোর্ট এর তোরজোড় করছে, এর পর থেকে ম্যানুয়াল পাসপোর্ট এর চিরতরে বিদায়। আমাকে দেওয়া হল ম্যানুয়ালটা জরুরী নাম দিয়ে যেহেতু আমার দ্রুত পাসপোর্ট দরকার। পাসপোর্ট এর মেয়াদ হল মাত্র এক বছর। যাক ডিজিটাল হচ্ছে দেশ! এতটুকু ছাড় তো আমাদের দিতেই হবে। ম্যানুয়ালটা নিয়েই ভিসা হয়ে যাওয়াতে আর কষ্ট লাগেনি তখন।
এক মাস আগের কথা, পাসপোর্ট এর মেয়াদ সমাপ্তির দ্বারপ্রান্তে। গেলাম পাসপোর্ট অফিসে। গিয়ে দেখি ডিজিটাল পাসপোর্ট তো হছে সাথে ম্যানুয়ালটা হচ্ছে ধুমছে। ওখানের এক বড় ভাইকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি? আমার সময় তো বলছে এর পর আর ম্যানুয়ালটা হবে না, এখন ডিজিটালটাই তো কম হচ্ছে। ভাই জানাল ডিজিটালটা মিডেল ইস্ট এ চলে না, তাদের ইন্টারনেট ব্যবস্থা ভাল না। উল্লেখ্য, ডিজিটাল পাসপোর্ট নেট ছাড়া রিড করা যায় না আর পাসপোর্ট এ নিজের তথ্য ছাড়া আর কোন তথ্য যেমন মা-বাবা এর নাম দেয়া নাই। (দুবাই নাকি এক বাংলাদেশিকে এয়ারপোর্ট এ জিজ্ঞসা করেছে, তুমি কি জারজ !) সরকার কি জানতোনা যে মিডেল ইস্ট কি চলে? বাংলাদেশ এর বেশির ভাগ মানুষই মিডেল ইস্ট যায়। তখন অল্প মেয়াদের কারনে অনেকে ভিসা পায়নি, এর দায় কি সরকার নিয়েছিল? (এম. এর. পি শুধু পরে ইউরোপ,আমেরিকা যেতে লাগবেত। এম. আর. পি করার ইচ্ছে ছিল কিন্তু মেজাজ খারাপ হয়াতে ম্যানুয়াল টাই আবার করাতে দিলাম।
জয়েতু ডিজিটাল পাসপোর্ট, জয়েতু ডিজিটাল সরকার।

No comments:

Post a Comment