Monday, April 4, 2011

কাল আসলে কত প্রকার!

ইহা সেই সময়ের কথা যখন স্কুল পরিদর্শনে সৎ সরকারি পরিদর্শক বহু কষ্টে দুরদুরান্তে স্কুল পরিদর্শনে যেতেন।

একদা সেই রকম এক পরিদর্শক গেলেন অজপারাগায়ের এক স্কুলে।
ক্লাস সিক্স এ গিয়ে দেখেন বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন নিতাই পণ্ডিত।পরিদর্শক তাই ছাত্রদের জিজ্ঞাসা করলেন,বলতো কাল কত প্রকার?
ক্লাস এর ফাস্টবয় বলাই দাঁড়িয়ে বলল,স্যার ৩ প্রকার।অতীত,বর্তমান আর ভবিষ্যৎ।
পরিদর্শক ভাবলেন একটু পরীক্ষা করে দেখি আত্মবিশ্বাস আছে কি রকম।
রেগে যাওয়ার ভান করে বললেন,তুমি ঠিক জান?
বলাই,আমতা আমতা করে,হা স্যার।

নিতাই পণ্ডিত আর থাকতে না পেরে বলল,স্যার মাফ করবেন আরও ২ প্রকার এখনও শিখাইনি।
পরিদর্শক,তার মানে?
নিতাই,স্যার ইহকাল ও পরকাল আজি শিখাতাম।

পরিদর্শক রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন হেডমাস্টার রমাকান্তকে অভিযোগ দিতে।
পরিদর্শক,আপনার স্কুলে শিক্ষকই জানে না কাল কত প্রকার।বলে কাল নাকি ৫ প্রকার?
রমাকান্ত,স্যার কিছু মনে করবেন না।উনি যে ২ প্রকার কম বলেছে তার জন্য ক্ষমা চাই।কাল তো মোট ৭ প্রকার।
পরিদর্শক,তার মানে?
রমাকান্ত,তাদের শিখার কোন আগ্রহই নাই।কত করে বললাম ইহকাল আর পরকাল এর সাথে যোগ করতে হয় সকাল ও বিকাল।

No comments:

Post a Comment