Friday, April 1, 2011

জন এফ. কেনেডিঃআমেরিকার প্রবেশদার

বিমানের জানালা দিয়ে দেখছি আমার ছোট জন্মভূমিটা আরও ছোটট হয়ে যাচ্ছে।
সময় ৩:৪৯এ.এম,২৪ই মে,২০১০। 
জানালার পাশের সিটটা দেওয়ার জন্য রফিক ভাইকে ধন্যবাদ দিয়েছি কিনা মনে পড়ছে না।ইস আকাশের মেঘগুলো যেন পেঁজাতুলো,চুপটি করে একটা ডুব দিতে পারতাম যদি কাল মেঘের বুকে।খুব ঘুম পাচ্ছে,এক সুন্দরী(বিমানবালা) নাস্তা দিয়ে গেল।খেয়েই ঘুম দিলাম।
দোহা বিমানবন্দর,কাতার।
সময় ১০:৫৭এ.এম,২৪ই মে,২০১০।
নিউ ইয়র্ক এর উদ্দেশে যাত্রা করলাম।বিমান এ বসে ক্লান্ত।সিনেমা দেখে সময় পার করতে হবে।একে একে দেখলাম "All the best,Veer,Avatar,Weak up Sid"।তথ্য দেখাচ্ছে আরও ১ ঘণ্টা ৪৪ মিনিট লাগবে জন এফ কেনেডি পৌছাতে।হে আল্লাহ সাহায্য কর,আমি খুব ক্লান্ত..
আমেরিকার মাটিতে পা রাখলাম।ইমিগ্রেসন পেরোতে কম সময় লাগল।
সময় ৩:০০পি.এম,২৪ই মে,২০১০।
চমৎকার অনুভুতি।চোখ আঁটকে এলো বিমানবন্দরের কার্নিশে বসা চড়ুই পাখি দেখে,আরে তোরা এখানে কি করিস?মজা পেলাম খুব।আমকে নিতে ওমার ফারুক ভাই আসবেন।রফিক ভাইকে নিতে উনার পরিচিত বন্ধু আসল।এই শেষ দেখা রফিক ভাইকে এখন পর্যন্ত,আর দেখা হবে কিনা আল্লাহই জানে?
ফারুক ভাই আসলে উনার সাথে এয়ারট্রেন চেপে জামাইকা স্টেশনে গেলাম,তারপর সাবওয়ে দিয়ে এলারত্রন আভিনিয়,তার পাশেই ভাই এর বাসা।
সময় ১০:০০পি.এম,২৪ই মে,২০১০।
খেয়েদেয়ে ভ্রমণ ক্লান্তিতে বিছানায় এলিয়ে দিলাম শরীর।শুভ রাত্রি আমেরিকা...শুভ রাত্রি।

No comments:

Post a Comment